Select Page

যে শর্তে জাজে ফিরছে মাহি

যে শর্তে জাজে ফিরছে মাহি

mahiআবারও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে অভিনয় করছেন মাহি। আগেই জানিয়েছিলেন জাজের সঙ্গে কাজে তার কিছু শর্ত আছে। এবার তা খোলাসা করলেন।

এ প্রসঙ্গে মাহি প্রথম আলোকে বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই আমার চলচ্চিত্রে যাত্রা। তাই এর প্রতি আমার আবেগ অনুভূতি অন্যরকমের। মাঝে কিছু কারণে মনোমালিন্য হয়েছিল। এখানে কাজের জন্য আমার কিছু শর্ত ছিল।’

কী কী শর্ত দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জাজের ব্যানারে বছরে দুটি ছবিতে কাজ করবেন। ছবি দুটি দুই ঈদে মুক্তি দিতে হবে। বছরের অন্য সময় জাজের বাইরে কাজ করবেন।

এ ছাড়া, মাহির আরও যেসব শর্ত ছিল, সব শর্তই মেনে নিয়েছে জাজ কর্তৃপক্ষ। তাই এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের কোনো সমস্যা হবে না।

এদিকে, বিষয়টি নিয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে— এটাই তো স্বাভাবিক। আমি তো মনে করি, মাহির মনোমালিন্য বিষয়টি ছিল ওপর-ওপর। আপনজনদের মধ্যে এ ধরনের মনোমালিন্য হতেই পারে। আর মাহি আমাদের সঙ্গে যেভাবে কাজ করতে চায়, সেভাবেই কাজ হবে।’


মন্তব্য করুন