Select Page

যে ১০ কারণে ‘সাপলুডু’ দেখতে হবে

যে ১০ কারণে ‘সাপলুডু’ দেখতে হবে

শুক্রবার মুক্তি পাচ্ছে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’।  এবার জেনে নিন যে দশ কারণে দেখতে হবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি-

১. শিশুশিল্পী থেকে অভিনেতা, টিভি নাটক আর টেলিফিল্ম, ওয়েব কনটেন্ট পরিচালক গোলাম সোহরাব দোদুলের প্রায় ২০ বছরের মিডিয়া অভিজ্ঞতায় প্রথম চলচ্চিত্র।

২. সম্প্রতি যেসব চলচ্চিত্র ব্যবসাসফল বা দর্শককে হলে টানছে সেই থ্রিলার ঘরানার গল্প যা কোনভাবেই আচ করা যাচ্ছেনা।

৩. তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, শতাব্দী ওয়াদুদ, মারজুক রাসেল, রুনা খান, সুষমা সরকার, বৈশাখী ঘোষ সহ একঝাক জনপ্রিয়, অভিজ্ঞ অভিনয় শিল্পীর উপস্থিতি।

৪. আরিফিন শুভর ভক্তরা যারা সম্প্রতি ‘একটি সিনেমার গল্প’ বা ‘ভালো থেকো’ দেখে হতাশ বা কলকাতার ‘আহারে’ দেখতেই পারেনি তাদের জন্য দারুন সুযোগ নতুনরূপে দেখা।

৫. বিদ্যা সিনহা মিমের ভক্তরা এবার তাকে দেখতে পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন যার ব্যক্তিগতজীবনে একের পর এক সমস্যা ও বিপদের মাঝে অতিবাহিত হয় তেমন চরিত্রে।

৬. ইমন সাহা, হৃদয় খান, ইমরান, কনার সঙ্গীতে উপস্থিতি।

৭. শুটিংকালীন সময়ে সিনেমার কোন ছবি বা ভিডিও লিকড হয়নি বিধায় একেবারে সিনেমা হলে গিয়েই পুরোপুরি থ্রিলার উন্মোচনের সুযোগ।

৮. ‘তারকাটা’ তে জুটি হিসেবে শুভ মিম কে যারা পছন্দ করেছিলেন তাদের জন্য দ্বিতীয়বারের মত হাজির।

৯. দৃশ্যায়ন ও কালার গ্রেডিং নিয়ে ট্রেইলার দেখে কথা হলেও এটি ইতিমধ্যে জানা হয়েছে সিনেমার পোস্ট প্রোডাকশন যথেষ্ট প্রেক্ষাগৃহ স্ট্যান্ডার্ড।

১০. সবশেষে এটি সম্পূর্ণ দেশি, মৌলিক, থ্রিলার গল্প।


মন্তব্য করুন