Select Page

‘যৈবতী কন্যার মন’-এর মহরত

‘যৈবতী কন্যার মন’-এর মহরত

67810_e2নাট্যকার সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। বুধবার সরকারি অনুদান পাওয়া এই চলচ্চিত্রের মহরত হয়ে গেল।

ছবিটি পরিচালনা করছেন নারগিস আক্তার।

মহরতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্র পরিচালনায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ বছর আমরা দুজন নারী পরিচালককে ছবি নির্মাণে অনুদান দিয়েছি। আমাদের সরকারের মেয়াদ পর্যন্ত আরও কয়েকটি ছবিতে অনুদান দেবো। এর জন্য নারী পরিচালকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মহরতের বিশেষ অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এফডিসিকে ডিজিটাল করার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

মহরতে আরো উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, নারীনেত্রী আফসানা হক রীনা, চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, বিশিষ্ট পরিচালক আবদুস সামাদ খোকন, এফ আই মানিক, নাট্য ব্যক্তিত্ব জিনাত হাকিম, নৃত্যব্যক্তিত্ব ও অভিনেত্রী মুনমুন আহমেদ, চিত্রনায়ক তৌফিক, বিশিষ্ট চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, এ আর জাহাঙ্গীর, শহীদুল্লাহ দুলালসহ আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন