Select Page

যৌথ নয়, ভারতীয় ছবি হিসেবে মুক্তি পাবে ‘চালবাজ’

যৌথ নয়, ভারতীয় ছবি হিসেবে মুক্তি পাবে ‘চালবাজ’

যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রথমে প্রচার করা হলেও ট্রেলার মুক্তির পর জানা গেল, ভারতীয় প্রযোজনার ছবি হিসেবে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ছবি ‘চালবাজ’।

শুরুতে ছবিটির পরিচালক ছিলেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি। ট্রেলারে জয়দীপ মুখার্জির নাম ব্যবহৃত হচ্ছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে  কলকাতার এসকে মুভিজ। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম।

জানা গেছে, বাংলাদেশে যৌথ প্রযোজনার ছবি হিসেবে ‘চালবাজ’ অনুমতি না পাওয়ায় ছবিটি ভারতের লোকাল প্রডাকশন হিসেবে মুক্তি পাবে। তবে ধারণা করা হচ্ছে, বিনিময় নীতিমালায় ছবিটি বাংলাদেশেও মুক্তি পেতে পারে।

পরিচালক অনন্য মামুন এ বিষয়ে ফেসবুকে লেখেন, “চালবাজ’ কোন যৌথ প্রযোজনার ছবি নয়… আমরা যৌথ প্রযোজনার জন্য ফাইল জমা করে ছিলাম কিন্তু ৮ মাসেরও বেশি সময় অনুমতি না পাওয়ায় কোলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান একাই ছবিটি শেষ করেছেন।”

এ বিষয়ে যৌথ প্রযোজনার চিত্রনাট্য পরীক্ষণ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অনুমতি চেয়ে ‘চালবাজ’র স্ক্রিপ্ট কমিটির কাছে জমা দেওয়া হয়েছিলো। কমিটি স্ক্রিপ্ট যাচাই-বাছাই করে বেশকিছু অসঙ্গতি খুঁজে পায়। যে কারণে ‘চালবাজ’কে যৌথ প্রযোজনার ছবি হিসেবে অনুমতি দেওয়া হয়নি’।

ছবিটিতে শাকিব খানের নায়িকা শুভশ্রী। আরও অভিনয় করেছেন সুব্রত, রেবেকা, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

জানা গেছে, ‘চালবাজ’ তেলেগু ‘সুব্রমান্যম ফর সেল’ ছবির রিমেক।


মন্তব্য করুন