Select Page

যৌথ প্রযোজনার ‘অনিয়মের’ বিরুদ্ধে ধর্মঘটে যাচ্ছে ১৪ সংগঠন

যৌথ প্রযোজনার ‘অনিয়মের’ বিরুদ্ধে ধর্মঘটে যাচ্ছে ১৪ সংগঠন

যৌথ প্রযোজনার ছবিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অবস্থান ধর্মঘটে যাচ্ছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ১৪টি সংগঠন। রোববার সকাল ১০টায় এফডিসির গেটে এই ধর্মঘট পালন করা হবে। খবর এনটিভি অনলাইন

এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪টি সংগঠনের এক বৈঠকে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আগামী রোববার সকাল ১০টা থেকে আমরা এফডিসির গেটে অবস্থান ধর্মঘট করব। ওই সময় থেকে এফডিসিতে কোনো টেকনিশিয়ান, শিল্পী, প্রশাসনিক ভবনের কর্মকর্তাসহ কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না।’

গুলজার আরো জানান, অবস্থান ধর্মঘটে যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, গত সপ্তাহে ‘বস-২’ ছবিটি নিয়ম মেনে করা হয়নি বলে বাংলাদেশ চলচ্চিত্র প্রিভিউ কমিটি তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। এরপর গত সপ্তাহের মঙ্গলবার ঢাকা ক্লাবে জাজ মাল্টিমিডিয়া লিমিটেডের কর্ণধার আবদুল আজিজ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে বাংলাদেশে একটি ছবি মুক্তি পেলেও বস-২ মুক্তি পাবে। গতকাল সোমবার প্রিভিউ কমিটির কাছে চিঠি আসে, যাতে ছবিটি নতুন করে প্রিভিউ করা হয়।

মিশা সওদার আরো বলেন, ‘আমরা এখন শঙ্কিত। বিশাল চক্র কাজ করছে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে। এমন পরিস্থিতিতে ১৪টি সংগঠনের অবস্থান ধর্মঘটের কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’


মন্তব্য করুন