Select Page

যৌথ প্রযোজনার জালে আটক ‘স্বপ্নজাল’!

যৌথ প্রযোজনার জালে আটক ‘স্বপ্নজাল’!

বছরের অতি প্রত্যাশিত সিনেমা ‘স্বপ্নজাল’ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে কি-না সংশয় তৈরি হয়েছে। অনেকেই জানেন না যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। আর সমস্যার মূলে রয়েছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি চূড়ান্ত না হওয়া। এমনটা জানালো প্রথম আলো।

জানা গেছে, মুক্তির জন্য প্রস্তুত বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’। কিন্তু ফেব্রুয়ারির আগে ছবির সেন্সর ছাড়পত্র নিতে যৌথ প্রযোজনার প্রিভিউয়ের জন্য জমা দেওয়া যাচ্ছে না। কারণ যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নতুন নীতিমালা প্রকাশ করা হলেও এখনো গঠিত হয়নি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি।

‌প্রিভিউ না হওয়ার কারণে ছবিটি এখনো প্রচারণা শুরু করতে পারছে না। তাই ফেব্রুয়ারিতেই এই ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

‘স্বপ্নজাল’ ছবির পরিচালক গিয়াসউদ্দীন সেলিম বলেন, ‘আগামী মাসে ছবিটি মুক্তি দিতে চাই। এর আগে দুটি জায়গা থেকে ছাড়পত্র লাগবে। ছাড়পত্র পাওয়ার এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। একই দিনে ভারতেও মুক্তি পাবে। সেখানেও ছাড়পত্র লাগবে। মুক্তির আগে প্রচারণার জন্য সময়ও দরকার। কিন্তু এখনো প্রিভিউ কমিটিই হচ্ছে না। ফলে বাংলাদেশে সময়মতো ছবির ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয়ে আছি।’


মন্তব্য করুন