Select Page

যৌথ প্রযোজনা নিয়ে চঞ্চলের ক্ষোভ!

যৌথ প্রযোজনা নিয়ে চঞ্চলের ক্ষোভ!

আয়নাবাজি’তে অভিনয়ের জন্য শুক্রবার রাতে মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকের চোখে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী। একই আসরে দর্শকের রায়ে সেরা অভিনেতা হয়েছেন যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’র শাকিব খান

চঞ্চল শনিবার ফেসবুকে যৌথ প্রযোজনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। সিনেমা বিষয়ক নানা গ্রুপে তার বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক চোখে পড়ে।

তিনি লেখেন, “আয়নাবাজি’ দিয়ে বাংলা সিনেমার কিচ্ছু হবে না। যারা নিজেদেরকে বাংলা সিনেমার ধারক ও বাহক মনে করেন, আসুন আমরা সবাই যৌথ প্রযোজনার সিনেমাকে বেশি বেশি করে প্রোমোট করে উপরে তুলে, বাংলা সিনেমার ইজ্জত হরণ করি। অন্যের মাকে মা ডাকি। হায় রে অভাগা জাতি! ফোকাস প্রবলেমের জাতি! কাছেরটাও দেখতে পায় না, দুরেরটাও না।’

মেরিল-প্রথম আলো পুরস্কারের ওই আসরে শাকিব খান মঞ্চে উঠে যৌথ প্রযোজনার প্রশংসায় মাতেন। তা নিয়েও খোদ মঞ্চেই সমালোচনা উঠে। শাকিবকে প্রশ্ন ছুড়ে দেন নায়িকা পূর্ণিমা— দেশে কি কোনো সিনেমা হয় না। কেন যৌথ প্রযোজনার এত প্রশংসা? তারই প্রতিধ্বনিই যেন মিলল চঞ্চলের কণ্ঠে।


মন্তব্য করুন