Select Page

‘যৌথ প্রযোজনা যেন আরো স্বচ্ছ হয়’

‘যৌথ প্রযোজনা যেন আরো স্বচ্ছ হয়’

shakib_srabonty_shuvo

‘বাংলা আমাদের ভাষা। ওদেরও ভাষা। যৌথ প্রযোজনার ছবিতে আমি বাংলায় আমার মনের ভাব প্রকাশ করছি, দুঃখ-কষ্ট, আনন্দ ফুটিয়ে তুলছি— এটাই বা কম কীসে? তবে অবশ্যই সবকিছু যেন আরো স্বচ্ছ হয়।’

কথাগুলো আরিফিন শুভর। ২২ জুন শাকিব খানেরশিকারী’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঢাকা ক্লাবে কথাগুলো বলেন তিনি।

এ অভিনেতা ঈদের সিনেমাটির জন্য শুভ কামনা জানান। এছাড়া বলেন, ‘আপনারা সবাই আমাদের ইন্ডাস্ট্রির ভেতরের খবর জানেন, কোনো ছবিই ভালো চলছে না। আপনারা হলে আসলে এ অবস্থা আর থাকবে না।’

অনুষ্ঠানে জাজের স্বত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, ‘ছবির প্রচারে এক তারকার অনুষ্ঠানে অন্য তারকা যান না। এ দিক দিয়ে শুভ ব্যতিক্রম। শাকিবকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন তিনি।’

অনুষ্ঠানে শাকিব খান-শ্রাবন্তী ছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানি, জাকির হোসেন রাজু, নাদের চৌধুরী, কায়েস আরজু, আবদুল্লাহ জহির বাবু, প্রীতম আহমেদ, শফিক তুহিন, পুলক অধিকারী প্রমুখ।


মন্তব্য করুন