Select Page

রক্তের ইতিহাসের সাক্ষ্য ‘বিউটি সার্কাস’ (ট্রেলার)

রক্তের ইতিহাসের সাক্ষ্য ‘বিউটি সার্কাস’ (ট্রেলার)

শুধু সার্কাস দলের কাহিনি নয়, আরো গভীর কিছুর ইঙ্গিত আছে মাহমুদ দিদারেরবিউটি সার্কাস’ সিনেমায়। যাকে নিয়ে সার্কাসের মালকিন বিউটি বলছে, না বিউটির গল্প, না সার্কাসের গল্প। তবে?

বিউটি এসেছে রক্তের ইতিহাসের সাক্ষ্য দিতে। কী সেই ইতিহাস? এই প্রশ্ন রেখে প্রকাশ হলো সিনেমাটির ট্রেলার, যা কিনা অবশেষে মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর।

সরকারি অনুদানের সিনেমাটির ২ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার মুক্তি পেয়েছে আজ শনিবার রাত ৮টায়। সেখানে খোলাসা না হলেও বোঝা যাচ্ছে, বিউটির অতীত, প্রতিশোধ ও রাজনীতির জটিল মিশ্রণ উঠে এসেছে গল্পে।

অল্প কথায় বলা হয়ে থাকে, সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেওয়ার পর হুমকির মুখে পড়ে এক নারী। কিন্তু সে আপন শক্তিতে টিকে থাকে।

এ ছবি সঙ্গে মূল চরিত্র জয়া আহসান বলেন, ‘আমার অভিনয়জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি “বিউটি সার্কাস”। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কোনো দিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন। এবার এমনি একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সার্কাসের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল। সামনে থেকেও কখনো দেখার সুযোগ হয়নি।’

সরকারি অনুদান পাওয়া এই ছবির প্রযোজনা সহযোগী ইমপ্রেস টেলিফিল্ম। আরো অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু প্রমুখ।


মন্তব্য করুন