Select Page

রহস্য আরও ঘনীভূত, বুঝে নিন ‘দেবী’ ট্রেলার

রহস্য আরও ঘনীভূত, বুঝে নিন ‘দেবী’ ট্রেলার

# প্রকাশ হয়েছে ‘দেবী’ ট্রেলার
# অনুদানের ছবি নাকি দর্শক আগ্রহ জাগায় না। আসলেই কি?
# পুরোপুরি ভৌতিক মেজাজ চমক দেবে
# প্রতিটি প্রচারণা উপকরণেরই মেজাজ আলাদা
# জয়া নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন, উম্মোচিত হওয়ার অপেক্ষায় চঞ্চল চৌধুরী
# মুক্তি পাবে ১৯ অক্টোবর

সরকারি অনুদানের সিনেমা নাকি দর্শক আগ্রহ তৈরি করে না। বছরের পর বছর এ কথা শোনা যাচ্ছে। আর ‘দেবী’? মুক্তির দিন যতই এগিয়ে আসছে আগ্রহ বাড়িয়েই চলেছে।

হুমায়ূন আহমেদের অতিপঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও সেটি দুর্বলতা নয়, সবলতা হয়ে উঠেছে যেন। অন্তত টিজার, গান, পোস্টার এবং সর্বশেষ ট্রেলার তা বলছে।

টিজারে খানিকটা অফবিট মেজাজে হাজির হলেও বৃহস্পতিবার প্রকাশ হওয়া ট্রেলারে পুরোপুরি মিস্ট্রি আমেজ হাজির হলো। গা ছমছম ব্যাপারখানা এসে গেল পুরোপুরি।

অবশ্য রানুর ভৌতিক অবতার উন্মোচিত হলেও স্বাভাবিক চরিত্রটি স্পষ্ট হয়নি। অধরাই যেন রয়ে গেল মিসির আলি। আর নীলু এসে যখন রানুর গলায় নিজের নাম বলছে- কে না চমকে যাবে!

তবে ট্রেলার হিসেবে আরেকটু বেশি দৈর্ঘ্য আশা করতেই পারেন দর্শক। এই কিপ্টেমিপনা একদম ভালো লাগেনি।

‘দেবী’র সংলাপ, চিত্রনাট ও পরিচালনা অনম বিশ্বাসের। অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজনায় আছেন জয়া আহসান। আরো আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

https://www.youtube.com/watch?v=_v9eIPXXBig


মন্তব্য করুন