Select Page

কেমন জমল রাখীর ‘ডিজিটাল প্রেম’!

কেমন জমল রাখীর ‘ডিজিটাল প্রেম’!

Ami Tomar Hote Chai digital bangla film by anonno mamun with bappy bidya sinha mim misha shawdagor rakhi sawant item girl (6)

প্রকাশ হলো অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের আইটেম গান ‘ডিজিটাল প্রেম’।

শফিক তুহিনের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। নেচেছেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত

বেশ কিছুদিন ধরে গানটি নিয়ে নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছিল স্যোশাল মিডিয়ায়। প্রকাশের পর ইউটিউবের মন্তব্যের ঘরে একই উদাহরণ দেখা যায়।

বেশ আয়োজন নিয়ে নেপালে সেটে ফেলে গানটির চিত্রায়ন করা হয়েছে। দর্শক দেখে বুঝে নিন কেমন জমল ‘ডিজিটাল প্রেম’!

‘আমি তোমার হতে চাই’ মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। অভিনয় করেছেন বাপ্পী ও বিদ্যা সিনহা মিম’ জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে।

Ff


মন্তব্য করুন