Select Page

রাজমনি-রাজিয়া: বন্ধ হলো ঢাকার দুই প্রেক্ষাগৃহ

রাজমনি-রাজিয়া: বন্ধ হলো ঢাকার দুই প্রেক্ষাগৃহ

এবার বন্ধ হলো তিন যুগ পুরোনো দুই সিনেমা হল রাজমনি ও রাজিয়া। আগের ভবন ভেঙে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন বিপণি বিতান, নাম হবে ‘রাজমনি টাওয়ার’। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর

১৯৮২ সালের দিকে রাজধানীর কাকরাইল এলাকায় ২৪ কাঠা জমির উপর প্রেক্ষাগৃহ দুটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ। গত কয়েকবছর ধরে প্রেক্ষাগৃহগুলোর দেখভালের দায়িত্বে আছেন তার ভাতিজা মোহাম্মদ শহীদুল্লাহ।তিনি বলেন, ইতোমধ্যে হলগুলোর ভাঙার দায়িত্ব একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে তারা কাজ শুরু করবে। ভাঙা শেষে মাসখানেক পর সেখানে ১৯ তলা ‘রাজমনি টাওয়ার’ নির্মাণের কাজ শুরু হবে।

দিনের পর দিন লোকসানের মুখে বাধ্য হয়ে প্রেক্ষাগৃহগুলো ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শহীদুল্লাহ। বলেন, “চার বছর ধরেই আমরা লোকসান গুনছি। সিনেমা চালানোর পর লগ্নি করা টাকাও তুলতে পারি না। দর্শকরা আগের মতো আর হলেও আসে না। প্রেক্ষাগৃহের ৫৫ জন কর্মীর বেতনভাতা দিতেও হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে হলগুলো ভেঙে ফেলতে হচ্ছে।”

রাজমনি আর রাজিয়ায় শেষ শো চলে শুক্রবার। পরদিন প্রেক্ষাগৃহ দুটি একসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়। রাজমনিতে শেষ চলছিল শাকিব খান অভিনীত ‘নোলক’। আর রাজিয়ায় দশ বছরের পুরানো একটি চলচ্চিত্র চালানো হচ্ছিল।বন্ধ ঘোষণার পরপরই প্রেক্ষাগৃহের প্রজেক্টর, সার্ভারসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়া হয়।

শাকিব খানের মালিকানাধীন প্রতিষ্ঠান এসকে বিগস্ক্রিনের প্রজেক্টর ও সার্ভার ভাড়া নিয়ে হল চলছিল।শনিবার তাদের প্রজেক্টরসহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাধ্য হয়ে হল ভাঙতে হচ্ছে বলে জানান শহীদুল্লাহ। তিনি বলেন, “হলগুলো আমরা বাধ্য হয়ে ভাঙছি। দীর্ঘদিন ধরে আমরা এর সঙ্গে যুক্ত ছিলাম। আগলে রাখার অনেক চেষ্টা করেছি। তথ্যমন্ত্রীর সঙ্গে কয়েক দফা কথাও বলেছি! আশ্বাস পেলেও কোনো সুরাহা হয়নি।”

শহীদুল্লাহ জানান, গাজীপুরের কোনাবাড়িতে তার ভাইয়ের আরেকটি প্রেক্ষাগৃহও লোকসানের মুখে বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে।

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোট ১ হাজার ৪৩৫টি প্রেক্ষাগৃহের মধ্যে বন্ধ হতে হতে ১৭২টি টিকে ছিল। সেখান থেকে রাজমনি আর রাজিয়াও বাদ পড়ল।


মন্তব্য করুন