Select Page

রাজ্জাকের নামফলক সংস্কার

রাজ্জাকের নামফলক সংস্কার

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূত হওয়ার পর ২০০১ সালে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে নায়করাজ রাজ্জাকের সম্মানে একটি নামফলক স্থাপন করা হয়েছিল। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে নামফলকটির আশেপাশে শ্যাওলা এবং গাছপালা জন্মানোর কারণে নামফলকটি ঢেকে গিয়েছিল। সম্প্রতি এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হবার পর নামফলকটি সংস্কার করা হয়েছে।

নামফলকটির সংস্কার কাজ তদারক করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেছেন, ‘‘রাজ্জাকের মতো এত বড় মাপের অভিনেতার সম্মানে স্থাপিত নামফলক এফডিসিতেই যদি এমন অবহেলা আর অযত্নে পড়ে থাকে, তাহলে বাইরে তাঁকে কে মনে রাখবে? এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে কাজগুলো করা।’

জানা গেছে, পরিচালক সমিতির কার্যালেয়ের পাশে অবস্থিত এ নামফলকটির চারপাশে ফুলের গাছ এবং একটি স্পটলাইট থাকবে।


Leave a reply