Select Page

রাজ্জাকের নায়িকা বাপ্পারাজের খলনায়িকা

রাজ্জাকের নায়িকা বাপ্পারাজের খলনায়িকা

image_651_92994

১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাপাডাঙার বউ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন নবাগত দুই তারকা— অরুণা বিশ্বাসবাপ্পারাজ। ওই চলচ্চিত্র মুক্তির ২৯ বছর পর অরুণা-বাপ্পা একসঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন নতুনরূপে। রাজ্জাকের সিনেমার নায়িকা অরুণা এবার বাপ্পারাজের সিনেমায় খলনায়িকা হচ্ছেন। সিনেমাটির নাম ‘তার ছেঁড়া’।

অরুণা বিশ্বাস নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, ‘প্রথমবারের মতো সিনেমায় মন্দ চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা অবশ্যই নতুন অভিজ্ঞতা হবে। সিনেমার গল্পটি বেশ সুন্দর। আমি মনে করি, এখানে মন্দ চরিত্রে অনেক ভাল কিছু দেখানো সম্ভব। আমি শিল্পী- ভাল-মন্দ সব চরিত্রই আমাকে ফুটিয়ে তুলতে হবে।’

image_1739_217679

পরিচালক বাপ্পারাজ বলেন, ‘দুই ভাইয়ের গল্প থাকছে সিনেমাটিতে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অরুণা বিশ্বাস। এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে চমক থাকছে।’

এ সিনেমায় দুইজন নতুন নায়িকা থাকছেন। প্রযোজনা করবে রাজলক্ষ্মী প্রোডাকশন।


মন্তব্য করুন