Select Page

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ঝন্টুর উদ্যোগে

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ঝন্টুর উদ্যোগে

59778_e4সাভারের রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অনুষ্ঠান করছেনবিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা।

আগামী ৪ঠা জুলাই সন্ধ্যায় বসুন্ধরা সিটির ১৪ তলায় অডিটোরিয়ামে একটি তারকাবহুল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন  সংস্থার চেয়ারম্যান দেলোয়ার জাহান ঝন্টু।

ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের নামিদামী শিল্পীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠান থেকে অর্জিত সব অর্থ রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।

মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য চলচ্চিত্র ও সংগীত শিল্পীদের নিয়ে প্রাণপণ চেষ্টা করছেন বলে পঞ্চাশের অধিক  ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন।

অনুষ্ঠানটির জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন