Select Page

রায়হান রাফীর পারিশ্রমিক কত?

রায়হান রাফীর পারিশ্রমিক কত?

সুড়ঙ্গের সাফল্যের এক বছর পর বড়পর্দায় ফিরতে যাচ্ছেন রাফহান রাফী। এবার তার ট্রামকার্ড শাকিব খান, ছবির নাম ‘তুফান’।

গত বছরের শেষ দিকে সিনেমাটির ঘোষণা আসে। যাতে এক হয়েছে ঢাকা-কলকাতার তিন প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে দুই নায়িকার নামও ঘোষিত হয়েছে; ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতা মিমি চক্রবর্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘তুফান’ সম্পর্কে মন্তব্য করেন রাফী। জানান, এটি অনেক বড় মাপের ছবি হতে যাচ্ছে। নির্মাণে ভারতের জওয়ান বা পুষ্পার নির্মাণকে অনুসরণ করবেন। অর্থাৎ, দেখে বাস্তব সম্মত হবে।

এখানে উঠে আসে রাফীর পারিশ্রমিক প্রসঙ্গও। ‘তুফান’ হিট হলে পারিশ্রমিক বাড়াবেন কিনা- প্রশ্নে জানান, তিনি পারিশ্রমিক বেশি নিয়ে থাকেন। বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া নির্মাতাও তিনি। ‘তুফান’ ব্লকবাস্টার হলে পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলবেন।

তবে বর্তমান পারিশ্রমিকের অঙ্ক বলবেন না বলে সরাসরি জানিয়ে দেন।

রাফী জানান, প্রায় সাত মাস ধরে এ সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন। মার্চের শেষ দিকেই শুরু হবে শুটিং।

আগের সিনেমা খতিয়ান তুলে ধরে রায়হান রাফীর মতো, ‘তুফান’ ব্লকবাস্টার হলে ব্যাক টু ব্যাক তিনটি ছবি হিট হবে। যদিও মাঝে ‘দামাল’ ততটা ব্যবসা করতে পারেনি। সম্ভবত ঈদুল আজহাকে নির্দেশ করেছেন তিনি।


মন্তব্য করুন