Select Page

সৈকত নাসিরের ‘মাসুদ রানা’/ মুক্তির ঘোষণার পর পোস্ট ‘হাওয়া’!

সৈকত নাসিরের ‘মাসুদ রানা’/ মুক্তির ঘোষণার পর পোস্ট ‘হাওয়া’!

রিয়্যালিটি শো জেতা রাসেল রানাকে নিয়ে ‘মাসুদ রানা’ তৈরি করছিলেন সৈকত নাসির। বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। বেশ আলোচনা নিয়ে সিনেমাটির কাজ এগোলেও হঠাৎ করেই থেমে যায় সব আপডেট।

হঠাৎ জানা গেল, সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু ফেসবুকে ঘোষণা আসার পরই সেই পোস্ট সরিয়ে হয়।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট স্পাই চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে ২০২০ সালে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। যার একটি গত বছর মুক্তি পাওয়া এবিএম সুমন অভিনীত ‘এমআর নাইন: ডু অর ডাই’। পরিচালনা করেন আসিফ আকবর।

আজ বুধবার (১৩ মার্চ) সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মাতা সৈকত নাসির জানান, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘মাসুদ রানা’। সঙ্গে একটি পোস্টার শেয়ার করেন।

পরে সেই পোস্ট সরিয়ে নেয়া হয়। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এ নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

‘এমআর নাইন’-এর শুটিং কয়েকটি দেশে হলেও ‘মাসুদ রানা’র নির্মিত হয়েছে সম্পূর্ণ বাংলাদেশে।

এদিকে কিছুদিন আগে মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে সিনেমার ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। এ ছবির মূল চরিত্রে থাকছেন অনন্ত জলিল। তবে এবিএম সুমন এক সাক্ষাৎকারে জানান, অনন্তের চরিত্রটি মাসুদ রানার নয়।


মন্তব্য করুন