Select Page

মাসুদ রানার ‘এমআর নাইন’ আসছে ঈদুল আজহায়

মাসুদ রানার ‘এমআর নাইন’ আসছে ঈদুল আজহায়

জাজ মাল্টিমিডিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্ট ‘এমআর নাইন’। কাজী আনোয়ার হোসেনের আইকনিক গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে এই সিনেমা। কয়েক বছর ধরে নানান নাটকীয়তার পর গত বছর শেষ হয় দৃশ্যায়ন। কিন্তু এরপর ছিল না নতুন কোনো আপডেট। এবার একদম মুক্তির দিনক্ষণ জানিয়ে দিল জাজ।

আর শুক্রবার (৩১ মার্চ) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, আগামী কোরবানির ঈদে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে নির্মিত ‘এমআর নাইন’ মুক্তি পাবে।

সঙ্গে এও জানায়, একই ঈদে মুক্তি পাবে জাজের প্রযোজনায় নির্মিত ভৌতিক সিনেমা ‘মোনা’, এটি আবার ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল।

জাজ বলছেন, আগামী চাঁদ রাতের প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ‘এমআর নাইন’-এর টিজার মুক্তি পাবে। আর সিনেমাটির প্রিমিয়ার হবে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।

ঈদুল ফিতরে দুটি সিনেমা মুক্তি দিচ্ছে জাজ; ‘জ্বীন’ ও ‘পাপ’। এখন প্রতিষ্ঠানটির হাতে মুক্তির জন্য প্রায় প্রস্তত আছে সাতটি ছবি। সেখান থেকে দুই ঈদের মাঝে মুক্তি পাবে একটি।

নিজেদের পরিকল্পনা সম্পর্কে জাজ জানায়, ২০২৪ সাল থেকে প্রায় ১০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া ও পরিকল্পনা সম্পন্ন করেছে। তারা আশা করেন, এই পদক্ষেপ অন্য প্রযোজক, পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বাজেটের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করবে। নিজেদের পরিকল্পনাকে ‘ভিশন ২০২৪-২০২৫’ বলছে জাজ।

থ্রিলার অ্যাকশন ঘরানার ‘এমআর নাইন’-এর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। দ্বিভাষী এই ছবির নাম ভূমিকায় আছেন এবিএম সুমন। অন্যান্য চরিত্র আছেন ঢাকার আনিসুর রহমান মিলন, মুম্বাইয়ের সাক্ষী, যুক্তরাষ্ট্রের মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্টসহ অনেকে।

একাধিক দেশে চিত্রায়িত ‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। পরিচালনায় আছেন আসিফ আকবর।

এদিকে রাসেল রানাকে মূল চরিত্রে রেখে ‘মাসুদ রানা’ নামে আরেকটি সিনেমা নির্মাণ প্রায় শেষ করে এনেছে জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমায় আরো আছেন পূজা চেরি।


মন্তব্য করুন