Select Page

ট্রেলারে ‘গণ্ডি’বদ্ধ সুবর্ণা-সব্যসাচী

ট্রেলারে ‘গণ্ডি’বদ্ধ সুবর্ণা-সব্যসাচী

ফাখরুল আরেফীন খানের চলচ্চিত্র ‘গণ্ডি’র ট্রেলার প্রকাশ হলো শুক্রবার সন্ধ্যায়। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা।

দু’জনের কিছু মুহূর্ত তুলে আনা হয়েছে পোস্টারে। যার বেশির ভাগ ধারণ করা হয়েছে কক্সবাজারে।

জানা গেছে, অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয়, সেটাই উঠে এসেছে চলচ্চিত্রটিতে।

সব্যসাচী-সুবর্ণা ছাড়াও এতে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

আসছে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনার কথা জানালেন নির্মাতা।

https://www.youtube.com/watch?v=KGIJxdWDBzE&feature=share&fbclid=IwAR0E-K1zBC3kYRz2jYdVUJPVRRFvBZ7D-L45rw5hDMwFZ7GhUdsC5qURqm8


মন্তব্য করুন