Select Page

রাশিয়ান বোমা ঠেকাতে গোয়েন্দা শাকিব

রাশিয়ান বোমা ঠেকাতে গোয়েন্দা শাকিব

shakib-khan

শাকিব খানকে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায়। চলতি বছরের শুরুর দিকে ঘোষণাটি আসে। এবার প্রকাশ হলো সিনেমাটির গল্প সংক্ষেপ।

ফেসবুকে রোববার আশিকুর সিনেমাটির গল্প জানান এভাবে, ‘১৯৮৮ সালে রাশিয়া সারা পৃথিবী জুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দেয়। যার নাম ব্রিফকেস নিউক্লিয়ার বম্ব। মাত্র একজন ক্যারি করার মত একটি ব্রিফকেস এ এই ক্ষুদ্র বোমাটি থাকে। explosion point থেকে ২ কিলোমিটার radious এর সব কিছু মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম এই বোমা। মানুষ তো দূর, একটা চারা গাছ ও স্বাভাবিক ভাবে জন্মাবে না পরবর্তী ৫০ বছরে। ১৯৯৫ এর পর ১৬৫টি বোমার ভিতর ৮৯টি বোমা আমেরিকা কৌশলে দখল করে নেয়। কিন্তু বাকি ৭৬টি বোমা আর খুঁজে পাওয়া যায়নি। ধীরে ধীরে সেই বোমাগুলো চলে যায় ব্ল্যাক মার্কেটে। reconstruct হয়ে সেইবোমা গুলোর একটা ঢাকায় প্রবেশ করবে ২৩ অক্টোবর। এজেন্ট রানা আপ্রাণ প্ল্যান করছে, কিভাবে থামাবে এই ধ্বংসযজ্ঞ। কাজটা আরও কঠিন হয়ে গেছে, বোমাটা প্লেস করার সাথে সাথে ৩৫ জনকে জিম্মি করায়, সেখানে যে তার ভালোবাসার মানুষটাও আছে। বাংলাদেশের দীর্ঘদিনের শত্রু জুলফিকার মির্জা, চোখের সামনে আর হাতের মুঠোয় বসে সব নাচাচ্ছে। কিচ্ছু করার নেই রানার। কারণ অ্যাটাকটা কন্ট্রোল করছে, সুপ্রশিক্ষিত ৮ জন মার্সেনারি। যাদের নেতৃত্বে আছে, আফগান নামক, বাংলাদেশেরই এক সুপ্রশিক্ষিত বিশ্বাসঘাতক যোদ্ধা। রানার মাথায় একটা কথাই ঘুরছে, আসলেই এই প্রজেক্ট আগুনের সাথে খেলা করার সমান, আসলেই এটা অপারেশন অগ্নিপথ।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আশিকুরের। শাকিবের বিপরীতে থাকবেন শিবা আলী খান। চলতি বছরেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ায় ‌‘অপারেশন অগ্নিপথ’র শুটিং হবে।

 


১ টি মন্তব্য

মন্তব্য করুন