Select Page

রিভিউ : টু বি কন্টিনিউড

রিভিউ : টু বি কন্টিনিউড

টু বি কন্টিনিউড। এ বছর প্রথম কোন বাংলা সিনেমা দেখে বেশ ভাল লেগেছে! সিনেমার নির্মাণ শুরু হয় ছয় বছর আগে। ছবিয়ালের অন্যতম মেধাবী নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির প্রথম কাজ শুরু থেকেই খুব আগ্রহী ছিলাম। তার উপর কাস্টিং ও খুব পছন্দ হয়েছিল।

প্রথমে অভিনয় করার কথা ছিল তাহসান পূর্ণিমার! পরে আর্থিক ও নানা ঝামেলায় আটকে যায়। পরে কাহিনী পরিবর্তন করে মূল চরিত্র পরিবর্তন করে অনেক ফুটেজ বাদ দিয়ে মুক্তি দেওয়ার কথা বলা হয়। কিন্তু তাতেও ঝামেলা হয়। চ্যানেল আই তাদের নিজেদের মত এডিট করে মুক্তি দেয়। আমি জানি না অরিজিনাল ফাহমির ভার্সনটি কেমন তবে আপাতত চ্যানেল আইয়ের ভার্সন দেখেই তৃপ্তি পেয়েছি।

কাহিনী : মা-বাবার খুব আদরের একটি একটি ছেলে। বর্তমান সময়ের আর আট দশটা ছেলের মতোই। সারাদিন বন্ধুদের সাথে বাউণ্ডুলেপনা, ফ্লার্টিং আড্ডা এগুলো নিয়ে বিজি। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তার হিউমারে মুগ্ধ হয়ে একটি মেয়ে তার প্রেমেও পড়ে যায়। এভাবেই নানা মজা মাস্তিতে চলছিল তার জীবন। হুট করে একদিন জারজ বলে তার বাবা তাকে ও তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে কী হয়েছিল? এ ঘটনা জানার পর তার জীবনে কী পরিবর্তন আসে সেটি নিয়েই সিনেমার কাহিনী!

অভিনয় : সিনেমার মূল চরিত্রে ছিলেন পরিচালক নিজে। যতদূর জানি চরিত্রটি প্রথমে তাহসানের করার কথা ছিল। কিন্তু দেখার পর মনে হয়েছে চরিত্রটিতে তাহসান ফাহমির বিকল্প হতে পারতেন না। ফাহমির মা ও বাবা চরিত্রগুলোও দুজন সিনিয়র অভিনয়শিল্পী (মিতা রহমান ও আবুল হায়াত) বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন! বরাবরের মতোই ভালো ছিল মিশু, রুমেল ও পূর্ণিমার অভিনয়।

সিনেমাটোগ্রাফি : সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন আদিত্য মনির| নামের প্রতি সুবিচার করে যথেষ্ট ভাল কাজ করেছেন।

এডিটিং ও আবহসংগীত : ফাহমির অভিযোগ সিনেমার এডিটিং ও ব্যাকগ্রাউন্ড যেমনটি হবার কথা ছিল তেমনটি হয়নি। চ্যানেল আই তাদের নিজেদের মতো করে মুক্তি দিয়েছে তাই সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো।

ভালো লাগার দিক: সিনেমাতে সুন্দর গল্প, কমেডি (সুড়সুড়ি মার্কা না ফাহমির অন্যান্য কাজগুলোর মতোই হিউমেরাস কমেডি), রোমান্স, সুন্দর গান, ইমোশন সবকিছুই ছিল এবং বেশ গুছানোভাবেই। সবচেয়ে পছন্দের জায়গা ছিল শেষের দিকে মায়ের ডায়েরিতে লেখাগুলো!

সিনেমার বিভিন্ন ভাষা থাকে। এক এক সিনেমার ভাষা হবে এক এক রকম। সব সিনেমা কি এক ফর্মুলা অনুযায়ী হবে? নায়ক নায়িকার প্রেম, গুণ্ডার মারামারি, আইটেম সং? তা নাহলে সেটা টেলফিল্ম বা নাটক হয়ে যাবে? আচ্ছা টেলিফিল্ম নাটকের সংজ্ঞাটা কি? একটি সিনেমা টিভিতে মুক্তি দিলেই কি সেটা নাটক বা টেলফিল্ম? গতানুগতিক ফর্মুলার বাইরে গিয়ে ‌‘টু বি কন্টিনিউড’ অনেক সুন্দর একটি সিনেমা। এমন একটি সিনেমা নিয়ে একজন মেধাবী পরিচালকের ৬ বছরের অপেক্ষা এবং শেষে এরকমভাবে মুক্তি দেওয়া চ্যানেল আইয়ের কোনভাবেই উচিৎ হয়নি। ইউটিউবে সিনেমার ফাহমি ভার্সন দেখার অপেক্ষায় আছি।


Leave a reply