Select Page

রিয়াজ-পূর্ণিমাকে এক করছেন ‘হৃদয়ের কথা’ পরিচালক?

রিয়াজ-পূর্ণিমাকে এক করছেন ‘হৃদয়ের কথা’ পরিচালক?

রিয়াজ-পূর্ণিমা জুটির সর্বশেষ সিনেমাটি (লোভে পাপ, পাপে মৃত্যু) মুক্তি পায় ৮ বছর আগে, তাও আবার কয়েক বছর আগে নির্মিত ছিলো। কিন্তু দুই তারকার ভক্তরা এখনো জুটিটিকে পর্দায় দেখতে চায়।

ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণে রিয়াজ-পূর্ণিমাকে আর পর্দায় একসঙ্গে দেখা যাবে না— এমন গুঞ্জনের মাঝে আশার কথা শোনালেন ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসা’ সিনেমার পরিচালক এস এ হক অলিক।

২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ ছবির জন্য সরকারি অনুদান পেয়েছিলেন অলিক। দুই বছর ধরে ছবিটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। এখন সব কিছু গুছিয়ে এনেছেন। শুটিং করার প্রস্তুতিও নিয়েছেন।

কালেক কণ্ঠ জানায়, সরকারি অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই ছবির সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এবার চূড়ান্ত করলেন পূর্ণিমাকে। নায়িকার সঙ্গে আলোচনাও হয়ে গেছে। অপেক্ষা শুধু রিয়াজের জন্য।

অলিক বলেন, ‘পূর্ণিমা আপুকে গল্প শুনিয়েছি। তিনি ছবিটি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে রিয়াজ ভাইয়ের জন্য সময় নিচ্ছি। তিনি অন্য ছবির শুটিংয়ে ঢাকার বাইরে আছেন। ফোনে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, ঢাকায় এসে সরাসরি গল্প শুনবেন। আবার যদি রিয়াজ ভাই ও পূর্ণিমা আপুকে জুটি হিসেবে পাই, তাহলে দর্শকদেরও ভালো লাগবে বলে বিশ্বাস। ’

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ‘যোদ্ধা’ ছবির গল্প লিখেছেন ও চিত্রনাট্য করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

আগে অনেকবার জুটি হলেও এই ছবিতে নতুন রিয়াজ-পূর্ণিমাকে দর্শক দেখতে পাবে বলে জানান অলিক, তারা আগে কখনো এই ধরনের ছবিতে অভিনয় করেননি। অন্য ঘরানার এই ছবিতে তাঁদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য নায়িকা ক্যারিয়ারের শুরুর দিকে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘যোদ্ধা’ নামের সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। রুবেলের বিপরীতে অভিনীত ছবিটি ছিল তার ক্যারিয়ারের প্রথম হিট।


Leave a reply