Select Page

রুটস সিনেক্লাবে হামলা, ২ কোটি টাকার ক্ষতি

রুটস সিনেক্লাবে হামলা, ২ কোটি টাকার ক্ষতি

কোটা বৈষম্য ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনে হামলার শিকার হয়েছে সিরাজগঞ্জের মিনিপ্লেক্স রুটস সিনেক্লাব। বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা না করেই জানিয়েছে কর্তৃপক্ষ।

বলা হচ্ছে, হামলায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। যা শিগগিরই কাটিয়ে উঠা সম্ভব হবে না।

রুটস সিনেক্লাবের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘সরি, আমরা রক্ষা করতে পারিনি। রুটস্ সিনেক্লাব ধ্বংস করা হয়েছে আজ; এ ক্ষতি কাটিয়ে পূণরায় শুরু করা হয়ত দ্রুত সম্ভব হবে না! এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ। রুটসের ক্ষতির আর্থিক পরিমাণ ২ কোটি টাকা।’

উল্লেখ যে, আন্দোলন ঘিরে শতশত মানুষ নিহতের ঘটনায় হত্যার জন্য দায়ী তখনকার ক্ষমতাসীনদের পক্ষে সরব ছিলেন রুটস সিনেক্লাবের কর্তাব্যক্তিরা।


মন্তব্য করুন