Select Page

রোজিনার পার্টিতে তারকার মেলা

রোজিনার পার্টিতে তারকার মেলা

নতুন বছরকে একটু দেরিতে হলেও স্বাগত জানালেন চলচ্চিত্রের নতুন ও পুরানো সময়ের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। মানবজমিন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরায় চিত্রনায়িকা রোজিনার বাসায় এক অন্যরকম তারকা মেলা ও আড্ডা জমে ওঠে।

কদিন পরই শিল্পী সমিতির নির্বাচন। আর এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান লড়াই করবেন। তাদের প্যানেলকে মূলত সমর্থন দেওয়ার উদ্দেশ্যেই ছিল তারকাদের এই মিলন মেলা।

সন্ধ্যা হতে না হতেই সেখানে উপস্থিত হন ফারুক, আনোয়ারা, আহমেদ শরীফ, মিজু আহমেদ, মিশা সওদাগর, নূতন, রোজিনা, অঞ্জনা, সুচরিতা, দিলারা, শিল্পী, শাবনাজ, পূর্ণিমা, পপি, মুক্তি, কেয়া, বাপ্পারাজ, রিয়াজ, আমিন খান, জায়েদ খান, ইমন, বাপ্পি, বিপাশা কবির, সাইমন, নৃত্য পরিচালক আজিজ রেজা, মাসুম বাবুল, ফাইট ডিরেক্টর আরমান, শিল্পী সমিতির বর্তমান সহসভাপতি নাদির খানসহ অনেকে।

ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুই বছরের (২০১৫-১৬) কমিটির মেয়াদ শেষ হতে তাই আরো কিছুটা সময় বাকি। তবে তার আগেই চলছে নির্বাচনের প্রস্তুতি। সাধারণ সম্পাদক পদের প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান মানবজমিনকে বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি মিশা ভাই ও আমার প্যানেলকে সমর্থন এবং সিনিয়র শিল্পীরা নানান পরামর্শ দেন। চলচ্চিত্রের সুদিন দেখার জন্য সব শিল্পীই একাত্মতা ঘোষণা করেছেন। চলচ্চিত্র পরিবারের অনেক সদস্য মিলে এক হয়েছিলাম। নীতিগতভাবে আমরা সব শিল্পী এক। সকলে চলচ্চিত্রকে একটি ভালো জায়গায় দেখতে চায়।


মন্তব্য করুন