Select Page

‘রোজ’ আউট ‘সায়মন’ ইন

‘রোজ’ আউট ‘সায়মন’ ইন

picজাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’ ছবিতে কয়েকদিন শুটিং করেছিলেন সায়মন। প্রযোজক ও পরিচালকের সঙ্গে ঝামেলার কারণে বাদ পড়েন তিনি। তার চরিত্রে অভিষিক্ত হন রোজ। এবার ঘটল তার উল্টো ঘটনা।

ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশান জেসমিন’ ছবিতে ববির বিপরীতে শুরুতে অভিনয় করার কথা ছিল সুপার হিরো রোজের। চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন পরিচালক ইফতেখার। ১৫ ডিসেম্বর আকস্মিকভাবে ছবিটিতে রোজের পরিবর্তে সায়মনকে চুক্তিবদ্ধ করলেন তিনি।

মঙ্গলবার থেকে এফডিসিতে ছবির শুটিং শুরু হবে। বুধবার থেকে শুটিংয়ে অংশ নেবেন সায়মন। তিনি বলেন, “ববির সঙ্গে এর আগে ‘স্বপ্ন ছোঁয়া’ নামের একটি ছবিতে অভিনয় করেছি। ছবিটি মুক্তিপ্রতীক্ষিত। এর মধ্যে এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়াটাকে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। চেষ্টা করব পরিচালকের প্রত্যাশা পূরণ করে আমার চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকরাও তৃপ্ত হবেন আমার অভিনয় দেখে।”

‘অ্যাকশান জেসমিন’ ছবিটি প্রযোজনা করছে পিংকি চলচ্চিত্র।

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন