Select Page

রোববার থেকে ‘রক্ত’

রোববার থেকে ‘রক্ত’

pori-moni

বেশ কিছু নাটকীয় ঘটনার পর রোববার শুরু হচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘রক্ত’র শুটিং। ইউনিটে যোগ দিতে শনিবার কলকাতায় পা রেখেছেন পরী মনি

সিনেমাটির প্রি-প্রডাকশন সম্পন্ন করেও ছেড়ে দেন মালেক আফসারী। কম সময়ের মধ্যে সিনেমা শেষ করতে বলায় তার সঙ্গে জটিলতা হয় প্রযোজনা প্রতিষ্ঠান। শোনা যাচ্ছে, ‘রক্ত’র হাল ধরছেন ওয়াজেদ আলী সুমন। কিন্তু তার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে শুটিং।

‘রক্ত’ প্রসঙ্গে শনিবার বাংলাদেশ প্রতিদিনকে পরী মনি বলেন, ‘আজ যাব কলকাতায়। টানা সপ্তাহ খানেক শুটিং হওয়ার পর ইউনিট ছুটবে দার্জিলিংয়ের পথে। এরপর সেখানে শুটিং সম্পন্ন করে ফিরব ঢাকায়। বলতে পারেন কাল থেকেই রক্তের বন্যা বইয়ে দিব।’

সিনেমাটির পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশান। ‘রক্ত’ মুক্তি পাবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন