Select Page

রোববার শুরু মাহি-শিবলীর ‘মন দেব মন নেব

রোববার শুরু মাহি-শিবলীর ‘মন দেব মন নেব

‘তুখোড়’ দিয়ে বড়পর্দায় আলোচনায় আসেন শিবলী নোমান। চলতি বছরের ২০ জানুয়ারি ছবিটি দেশব্যাপী মুক্তি পায়। সেখানে দারুণ প্রশংসিত এ অভিনেতা।

এরপর নিজেকে কিছু দিনের জন্য আড়াল করেন। কারণ চলচ্চিত্রের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার উদ্দেশ্যেই তার এ বিরতি। তবে বিরতি ভাঙলেন সুখবর জানানোর মাধ্যমে। নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক।

এ ছবিতে শিবলীর নায়িকা হিসেবে থাকছেন ঢাকাই ছবির আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিটির নাম ‘মন দেব মন নেব’। এটি পরিচালনা করছেন রবিন খান। ২২ সেপ্টেম্বর রাতে ছবিটিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হন শিবলী।

ছবিটি প্রসঙ্গে শিবলী বলেন, তুখোড় ছবির পর এমন একটি ভালো ছবির খবর দেয়ার জন্যই অপেক্ষা করছিলাম। অবশেষে খবরটি সবাইকে দিতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।

এই ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয় গেল গত সপ্তাহে। সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মালেক আফসারি, গীতিকার কবির বকুল। একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির মহরত ঘোষণা করা হয়। রোববার থেকে রংপুর, কুড়িগ্রামে ছবির শুটিং শুরু হবে।


মন্তব্য করুন