Select Page

রোবোটিক অভিনয়! (ভিডিও রিভিউ)

রোবোটিক অভিনয়! (ভিডিও রিভিউ)

শাপলা মিডিয়া, বর্তমান বাংলা চলচ্চিত্রের এক অন্যতম আলোচিত-সমালোচিত নাম। ২০১৭ সালে শাকিব খানের হাত ধরে যাদের চলচ্চিত্রে আগমন। সেসময় ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ফলে চলচ্চিত্রের বদনাম হওয়ায়, এফডিসি থেকে নিষিদ্ধ হন শাকিব খান। সেই শাকিব খানকে ৫ ছবিতে চুক্তিবদ্ধ করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলো এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে যথেষ্ট মানসম্পন্ন চলচ্চিত্র পাওয়া যায়নি। কথিত আছে, আজকে আমরা যেই চলচ্চিত্রটির রিভিউ করতে যাচ্ছি, সেটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী। কিন্তু দিনশেষে ক্রেডিট নিচ্ছেন সেলিম খান। যাই হোক… আলোচনা করা যাক ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ নিয়ে…

চুম্বক অংশ: কাস্টিং এর বিষয়টি যে কতটা হাস্যকর লেগেছে তা বলার মতো না। আমি শুধু দেখেছি আর হেসেছি। কাদেরকে কী সব চরিত্র দেওয়া হয়েছে। এইরকম কাস্টিং করার বুদ্ধি কার মাথা থেকে বের হয়েছিল, তাই শুধু জানতে মন চায়…


মন্তব্য করুন