Select Page

রোমান্সে ফিরছেন রাজ

রোমান্সে ফিরছেন রাজ

muhammed-mostafa-kamal-razটেলিভিশনের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্রের নতুন মুখ নন। দুটি পুরোদস্তুর রোমান্টিক সিনেমা বানিয়ে স্বাদ বদলাতে হাজির হয়েছিলেন অ্যাকশনে।

এবার পঞ্চম চলচ্চিত্রে ফিরছেন রোমান্টিক গল্পে।

অতি পরিচিত গানের শিরোনামেই নির্মাণ করছেন সিনেমাটি। ‘তুমি যে আমার’ প্রযোজনা করছে আরটিভি।

মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির সঙ্গে চুক্তিবদ্ধ হন রাজ। তার পরপরই ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি রাষ্ট্র করেন।

‘তুমি যে আমার’ এর ইংরেজি টাইটেল ‘আ জার্নি বাই লাভ’।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘গল্পটা প্রেমের। গল্পটা বন্ধুত্বের। গল্পটা সংগ্রামের। গল্পটা হাসি-কান্নার। গল্পটা কিছু পাওয়ার। গল্লটা কিছুটা না পাওয়ার। গল্পটা আপনাদের, হ্যাঁ এই গল্প আপনাদের। দেখা হবে সিনেমা হলে, দেখা হবে বিজয়ে।’

তবে সিনেমাটিকে কারা অভিনয় করছেন তা খোলাসা করেননি রাজ।

এ নির্মাতাকে বরাবরই দেখা গেছে প্রথম সারির তারকাদের নিয়ে টিম গড়তে। আশা করা হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না।

এখন অপেক্ষা বাকি ঘোষণা ও ক্যামেরা চালু হওয়ার।


মন্তব্য করুন