Select Page

প্রশংসায় সাদা-কালো ঢাকা (ট্রেলার)

প্রশংসায় সাদা-কালো ঢাকা (ট্রেলার)

live-from-dhaka

‘লাইভ ফ্রম ঢাকা’র ট্রেলার প্রকাশ হতেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অনিমেষ আইচ, আবু শাহেদ ইমন, রুবাইয়াৎ হোসেন, ওয়াহিদ তারেক ও সিনেমেটোগ্রাফার রাশেদ জামান  প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশি দর্শকের আগ্রহও বাড়িয়ে দিয়েছে।

আব্দুল্লাহ মুহাম্মদ সাদ পরিচালিত ‘লাইভ ফ্রম ঢাকা’র গল্প ঢাকায় টিকে থাকতে লড়াই করা শারীরিক প্রতিবন্ধী এক যুবককে ঘিরে। শেয়ারবাজারের ধসে সর্বস্ব হারিয়ে ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে ওঠে সেই যুবক। নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একজন মানুষ কোন পথ বেছে নেবে— এমন জটিল পরিস্থিতি তুলে ধরেছেন নির্মাতা।

সিনেমাটির গল্প-চিত্রনাট্যও আবদুল্লাহ মুহাম্মদ সাদের। প্রধান চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার। আরো আছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

live-from-dhaka

আগামী মাসে অনুষ্ঠিতব্য সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লাইভ ফ্রম ঢাকা’। ২ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার হবে। পরদিন আরো একটি প্রদর্শনী হবে। এছাড়া স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতায় লড়বে ‘লাইভ ফ্রম ঢাকা’।

সাদা-কালোয় নির্মিত ৯৪ মিনিট ব্যাপ্তির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশে মুক্তির কথা রয়েছে। প্রযোজনা করেছে খেলনা ছবি প্রোডাকশন।


মন্তব্য করুন