Select Page

‘লিডার: আমিই বাংলাদেশ’ ফার্স্টলুক নিয়ে কী বলছেন শাকিব

‘লিডার: আমিই বাংলাদেশ’ ফার্স্টলুক নিয়ে কী বলছেন শাকিব

২৫ মে থেকে শুরু হবে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর শুটিং। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে পরিচালনা করবেন তপু খান। এর চারদিন আগে শুক্রবার বিকেলে প্রকাশ হলো ছবির প্রথম ঝলক বা ফার্স্টলুক পোস্টার।

প্রথম ঝলকের পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম। পোস্টারটি তিনি তাঁর ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘দেড় মাসের পরিশ্রমের ফল এই পোস্টার। ডিজাইন করা আমার জন্য শুধু কাজ নয়, এটা আমার জন্য আবেগের।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির মধ্য দিয়ে আবারও জুটি হিসেবে দেখা যাবে শাকিব খান ও বুবলিকে। দুজনের একসঙ্গে অভিনীত মুক্তি পাওয়া শেষ ছবি ছিল ‘বীর’। এরপরে শাকিব খান ছাড়াও একাধিক ছবিতে নাম লিখিয়েছেন বুবলি। পরিচালক তপু খান চেয়েছিলেন তার পরিচালিত প্রথম ছবিতে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলিকে নেবেন। গল্প শোনানোর একপর্যায়ে তিনিও রাজি হয়ে যান।

ছবির শুটিংয়ের আগে শাকিব–বুবলি অভিনীত চরিত্র সম্পর্কে ধারণা দিতে ঈদের আগে একটি ফটোশুটের আয়োজন করেন পরিচালক। সেখান থেকেই একটি ‘লুক’ আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই বুবলিরও প্রথম ঝলক প্রকাশ হবে।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির প্রথম ঝলকে শাকিবকে সত্যিকারের একজন নেতার মতোই দেখা গেছে। তার মুষ্টিবদ্ধ হাত যেন প্রতিবাদের প্রতীক।

এ ছবি নিয়ে শাকিব প্রথম আলোকে বলেন, ‘এই ছবির গল্প তরুণ প্রজন্মের চেতনাকে নতুন করে জাগিয়ে তুলবে। এটা দেখার পর সবাই মনে করবেন, “ইয়েস, আমিই বাংলাদেশ।”’

আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই অবস্থায় সবাইকে ভিন্নধর্মী কিছু নিয়ে ভাবতে হবে, করতে হবে—যা দেশের মানুষকে নতুন আশা ও স্বপ্ন দেখাবে। আমার অঙ্গনের কথাই বলি। দেশে ও দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের নতুনভাবে আমাদের দেশীয় ছবির প্রতি আগ্রহী করে তুলতে হলে ভালো গল্প, দূরদর্শী পরিচালক ও রুচিশীল প্রযোজকের সমন্বয়ে বড় বাজেটের ছবি দরকার। “লিডার: আমিই বাংলাদেশ” সবকিছুর সমন্বয়ে তেমনই একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমরা যদি সবাই মিলে ঠিকমতো শুটিং শেষ করে ছবিটি দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই ছবি নতুন আশা ও স্বপ্ন দেখাবেই। এমন গল্প ও আয়োজনের ছবি পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।’

ফার্স্টলুকের বিষয়ে শাকিব খান বলেন, ‘ফেসবুকে ফার্স্টলুক প্রকাশের পরে আমার ভক্তরা খুবই পছন্দ করেছেন। আশা করছি, ছবিটিও পছন্দ করবেন। ছবির পরিচালক তপু খানের মধ্যে দারুণ একটা স্পিরিট আছে। এটা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে, চলচ্চিত্রে সুন্দর একটা অবস্থান হবে তার। তা ছাড়া তার মাথা একদম পরিষ্কার। কী করতে চায়, সেটা ভালোভাবে বোঝে। কনফিডেন্সও আছে।’

পরিচালক তপু খান এখন শুটিংয়ে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। টানা ৩৫ দিন শুটিং করে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ শেষ করতে চান তিনি।

তপু বলেন, ‘জীবনের প্রথম সিনেমা, অন্য রকম এক স্বপ্নের শুরু। সেই স্বপ্নের শুরুতে আমার ওপর আস্থা রাখায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা। শাকিব ভাই, বুবলী আপুসহ সবার সঙ্গে নিয়মিত গল্প ও চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা আমার প্রতি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে। কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করব, আমার স্বপ্নের বাস্তবায়ন করে একটি সুন্দর উপলক্ষ দেখে দর্শকের কাছে ছবিটি পৌঁছে দিতে। তত দিন পর্যন্ত সবার কাছে আমার জন্য দোয়া চাই।’

 


মন্তব্য করুন