Select Page

লোকার্নোতে প্রথম হলেন মেহেদী হাসান

লোকার্নোতে প্রথম হলেন মেহেদী হাসান

সুইজারল্যান্ডের ৭০তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘মুভি অফ মাই লাইফ’ বিভাগে মেইন প্রাইজ উইনারদের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান।

তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি ‌‘হয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন। ছবিটি প্রদর্শিত হয় পিয়াজ্জা গ্রান্ডে হলে। ২ আগস্ট শুরু হয়ে উৎসবটি শেষ হয়েছে ১২ আগস্ট।

মেহেদী বিডি নিউজ টোয়েন্টিফোরকে জানান, উৎসব কর্তৃপক্ষের শর্ত অনুযায়ীই ৭০ সেকেন্ড দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মাণ করেন তিনি। আব্বাস কিয়ারোস্তামির ‘হয়ার ইজ মাই ফ্রেন্ডস হোম’ চলচ্চিত্রটির অনুপ্রেরণায় চলচ্চিত্রটি নির্মাণ করেন।

এর আগে ২০১৩ সালে লোকার্নোর ওপেন ডোরস এ প্রদর্শিত হয় তার ‘আই এম টাইম’ চলচ্চিত্রটি। একই বছর তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘ফটোগ্রাফস অব এ স্কুল টিচার’ আয়ারল্যান্ডের ইনডিকর্ক ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়।

নির্মাতা জানান, তিনি তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে চিত্রনাট্য প্রস্তুত করছেন।

এদিকে নির্মিতব্য সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’-এর জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস হাবে ‘আত্রে ইন্টারন্যাশনাল প্রাইজ’-এর ৬ হাজার ইউরো জিতেছেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন। আগের বছর লোকার্নোয় একই পুরস্কারটি পেয়েছিল কামার আহমাদ সাইমনের ‘ডে আফটার টুমরো’ ও ইশতিয়াক জিকোর ‘সিনেমা, সিটি অ্যান্ড ক্যাটস’।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। সহযোগী হিসেবে আছে একাধিক ইউরোপ ও এশীয় প্রতিষ্ঠান।


মন্তব্য করুন