Select Page

লোকার্নো ওপেন ডোরস হাবে নির্বাচিত ‘মেড ইন বাংলাদেশ’

লোকার্নো ওপেন ডোরস হাবে নির্বাচিত ‘মেড ইন বাংলাদেশ’

লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস হাবে নির্বাচিত হয়েছে  রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। আগের বছর নির্বাচিত হয়েছিল ইশতিয়াক জিকো ও কামার আহমাদ সাইমনের দুটি চলচ্চিত্র। এবার দক্ষিণ এশিয়ার আরো সাতটি দেশের সঙ্গে জায়গা করে নিল রুবাইয়াতের ছবি।

২০১৬ সালে লোকার্নোতে বাংলাদেশি দুই নির্মাতার সঙ্গে কর্মশালার সুযোগ পান রুবাইয়াত হোসেনও। এবার ওপেন ডোরস হাবে নির্বাচিত হওয়ায় খুশি তিনি।

নির্বাচিত চলচ্চিত্রগুলো ইউরোপিয়ান প্রযোজক তথা পেশাদারদের সামনে যৌথ প্রযোজনার উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে সমন্বয় ও পরিবেশনের সহযোগিতার জন্য উপস্থাপন করা হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে বিজয়ী চলচ্চিত্রটি পাবে ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকার বেশি)।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। সহযোগী হিসেবে আছে একাধিক ইউরোপ ও এশীয় প্রতিষ্ঠান।

রুবাইয়াতের সর্বশেষ সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পায় ২০১৬ সালের শুরুতে। ওই সিনেমায় এক নাট্যকর্মী আত্মানুসন্ধানের চিত্র উঠে আসে। সাথে ছিল পোশাক শ্রমিকদের গল্প। নতুন সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’ও পোশাক শ্রমিকদের দুঃখগাথা নিয়ে নির্মিত হবে।


মন্তব্য করুন