Select Page

শর্মীমালার ব্যস্ততা

শর্মীমালার ব্যস্ততা

Sharmimalaগাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনেত্রী শর্মীমালা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর থেকে যেন অভিনয়ে তার ব্যস্ততা বেড়েই চলেছে।

শর্মীমালা প্রথম অভিনয় করেন গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে। তারপরে তিনি টিভি ধারাবাহিকে অভিনয় করেন। মৃত্তিকা মায়া-তে অভিনয় করে তিনি পেয়েছেন চুড়ান্ত সম্মান জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রির পুরষ্কার।

তার অভিনীত আবু শাহেদ ইমন পরিচালিত জালালের গল্প এবং শাহনেওয়াজ কাকলী পরিচালিত নদীজন চলচ্চিত্র দুটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানান শর্মীমালা। অভিনয়ের পাশাপাশি শিল্পকলা একাডেমিতে রেস্টুরেন্ট ‘হেঁশেল’ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন শর্মীমালা।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন