Select Page

বাপ্পী আঁচলের সুলতানা বিবিয়ানা

বাপ্পী আঁচলের সুলতানা বিবিয়ানা

33নাটক নির্মাতা হিসেবে প্রসংশিত পরিচালক হিমেল আশরাফের প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’।ছবির মূল ভূমিকায় থাকছেন বাপ্পী ও আঁচল। এছাড়াও মামুনর রশীদ, মাহমুদুল ইসলাম মিঠু, মিশা সওদাগরসহ ছবিটিতে আরও অনেকে অভিনয় করেছেন। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন ও প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

ছবির প্রায় ৭৫ ভাগ শুটিং শেষ। ইতিমধ্যেই রাজবাড়ি, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহে ছবিটির শুটিং করা হয়েছে। এখন শুধু গান আর অ্যকশন দৃশ্যর শুটিং বাকি। জুন মাসের প্রথম দিকে ছবিটির বাকি অংশের কাজ শেষ করে জুনের শেষের দিকে অথবা ঈদের পরে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। ছবির পরিচালক আশা করছেন, সেপ্টেম্বরে ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবে।

সুলতানা বিবিয়ানা আসলে রোমান্টিক গল্পের উপর নির্ভর করে তৈরী হচ্ছে। গল্পে দেখা যাবে, একটি ছেলে ফুল চাষ কিভাবে করে, তা শিখতে চায়। তাই সে ঢাকার অদূরে একটি গ্রামে একজন ফুল চাষীর কাছে প্রশিক্ষণ নিতে থাকে। এরই মধ্যে পাশের ক্ষেতের ফুল চাষীর মেয়ের প্রেমে পড়ে যায়। এরপর ঘটনার আবর্তে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা।

হিমেল আশরাফ আরও জানান এ ছবিতে মোট গান থাকছে পাঁচটি। তার মধ্যে দুটি গানের কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, ন্যানসি ও আরেফিন রুমী। কলকাতার শিল্পী আকাশ সিনহা একটি গান গাইবেন। বাকী গানগুলোর ব্যাপারে কথাবার্তা চলছে।


মন্তব্য করুন