Select Page

শহীদুল ইসলাম খোকনের ‌’রজতজয়ন্তী’

শহীদুল ইসলাম খোকনের ‌’রজতজয়ন্তী’

12720_e3না, এটি কোনো ছবির কথা হচ্ছে না। বাস্তব জীবসের কথা। বিবাহিত জীবনের ২৫ বছর বা রজতজয়ন্তী (সিলভার জুবিলি) উদযাপন করছেন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন ও প্রযোজক জয় ইসলাম। আজ তাদের বিবাহবার্ষিকী। রজতজয়ন্তীতে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে এই দম্পতির জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা।

১৯৮৯ সালের ২৬ ফেব্রুয়ারি শহীদুল ইসলাম খোকন ও জয় ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সুখময় দাম্পত্য জীবনে তিন সন্তান- হৃদয়, শীষ ও শৈলী। প্রতি বছরের মতো এ বছরও শহীদুল ইসলাম খোকন ও জয় ইসলাম তাদের বিবাহবার্ষিকীর কিছুটা সময় কাটাবেন বাংলা একাডেমিতে অমর একুশের গ্রন্থমেলায়। সন্ধ্যায় বাসায় ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাবেন। শহীদুল ইসলাম খোকন ও জয় ইসলাম তাদের সুখময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


মন্তব্য করুন