Select Page

শাওনের দ্বিতীয় ছবির নায়িকা মাহি

শাওনের দ্বিতীয় ছবির নায়িকা মাহি

mahi-homeহুমায়ূনপত্নী ও গুণী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটেছে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের মাধ্যমে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি এ বছরই মুক্তি পেয়ে দর্শকনন্দিত হয়েছে। খুব শীঘ্রই শাওন তার দ্বিতীয় চলচ্চিত্রটি পরিচালনা করতে চলেছেন। এ ছবিতেও নায়িকা থাকবেন মাহিয়া মাহি।

শাওন পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রটির গল্পও নেয়া হচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে। প্রাথমিকভাবে নাম ঠিক করা হয়েছে নক্ষত্রের রাত। ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে।

এ ছবিতে মাহির বিপরীতে থাকবেন ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হিরো’ বিজয়ী বাঁধন।

আগামী বছর ছবিটি মুক্তি পাবে বলে চ্যানেল আই সূত্রে জানা গিয়েছে।


মন্তব্য করুন