Select Page

শাকিবই চান না ‌‘মেন্টাল’র মুক্তি!

শাকিবই চান না ‌‘মেন্টাল’র মুক্তি!

shakib-khan

‌‘মেন্টাল’র নাম বদল নিয়ে ভক্তদের প্রতিবাদী মন্তব্যে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার শাকিব খানের কথায় জানা গেল, ঈদে ‘মেন্টাল’ মুক্তি পাচ্ছে তিনি নাকি জানতেনই না। বক্তব্য থেকে বোঝা যায়, শাকিব চান না সিনেমাটি ঈদে মুক্তি পাক!

এ খবরে ক্ষেপে গিয়ে প্রথম আলো প্রতিবেদককে বলেন, ‌‘…একটা সীমা থাকা দরকার। এভাবে ছবি মুক্তি দিলে তো ব্যবসাই হবে না। চলচ্চিত্র ব্যবসার ওপর খারাপ প্রভাব পড়বে।’

ঈদে আরো মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত জাকির হোসেন সীমান্তের ‘শিকারী’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’। ‘মেন্টাল’ প্রসঙ্গে বলেন, ‘আমি তো জানতাম মেন্টাল মুক্তি পাবে পয়লা বৈশাখ বা ভালোবাসা দিবসে।’

শাকিব খান আরো বলেন, ‌‘প্রেক্ষাগৃহ কমে গেছে। ঈদের সময় হয়তো বিশেষ ব্যবস্থায় বাড়তি কিছু প্রেক্ষাগৃহ চালু থাকবে। কিন্তু এত কম প্রেক্ষাগৃহে একসঙ্গে এত ছবি চালালে বিনিয়োগ উঠবে না।’

ক্ষোভ নিয়ে বলেন, ‘যারা আমাকে নিয়ে বড় বাজেটের ছবি বানান, তাঁরা চান ঈদে ছবি চালিয়ে টাকা তুলে আনবেন। কিন্তু একসঙ্গে আমার তিনটি ছবি মুক্তি পেলে তো প্রয়োজনীয় সংখ্যক প্রেক্ষাগৃহই পাবেন না তাঁরা। এতে তো লোকসান হবে। এই লোকসানের নেতিবাচক প্রভাব পড়বে পুরো চলচ্চিত্রশিল্পের ওপরে।’

এদিকে মঙ্গলবার দুপুরে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মেন্টাল’। তবে নাম বদলে হয়ে গেছে ‘রানা পাগলা’। শোনা যাচ্ছে শাকিব নিজেও নামটি পছন্দ করেননি।

তবে সিনেমাটির মুক্তির বিষয়ে শাকিবের না জানাটা বিস্ময়কর। কয়েক মাস আগে থেকে শোনা যাচ্ছে ‘মেন্টাল’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। এছাড়া শাকিব বর্তমানে ‘মেন্টাল’ নির্মাতা শামীম আহমেদ রনির নতুন সিনেমায় টানা শিডিউলে অভিনয় করছেন।


Leave a reply