Select Page

শাকিবকে ব্যঙ্গ করে ‘পাংকু জামাই’-এর টিজার

শাকিবকে ব্যঙ্গ করে ‘পাংকু জামাই’-এর টিজার

শাকিব খান এখন দারুণ ব্যস্ত। আজ ঢাকা তো, কাল কলকাতা, কিছুদিন পর স্কটল্যান্ড নয়তো অস্ট্রেলিয়া, আবার হয়তো কলকাতায় কাজের ফাঁকে দুইদিনের জন্য এলেন কক্সবাজার। আর নতুন সিনেমার প্রসঙ্গ এলেই বিদেশি লোকেশনের গল্প তোলেন। তাকেই যেন ব্যঙ্গ মুক্তি প্রতিক্ষীত ‘পাংকু জামাই‘-এর টিজার।

বৃহস্পতিবার ওই ভিডিওতে শুরুতেই দুটি দেশের দৃশ্য দেখিয়ে বলা হয়- অস্ট্রেলিয়া নয়, স্কটল্যান্ড নয়, খাঁটি বাংলাদেশি ‘মাল’।

শুধু শাকিবকে ব্যঙ্গ নয়। পাশাপাশি বিগবাজেট, বিদেশি লোকেশনের সিনেমার অনিয়মের কারণে পিছিয়ে যাওয়া বা হেনস্তা হওয়াকেও তুলে ধরল।

যতটা টিজার তার চেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে এই কথাগুলো। অবশ্য পরিচালক আবদুল মান্নান ক্ষোভ পুরোপুরি অনায্য নয়। কারণ, ব্যক্তিগত ঝামেলার কারণে শাকিব খান-অপু বিশ্বাস ভুগিয়েছেন নির্মাতা ও প্রযোজককে।

অপু নিরুদ্দেশকালে জানাননি, তিনি সন্তানসম্ভবা। এমনকি শাকিবও পরিচালককে কোনো সদুত্তর দেননি নায়িকাকে নিয়ে। পরে যখন অপু ফিরলেন, তার পরিণতি গড়ালো ডিভোর্সে। অপু সময় দিলেও শাকিব সময় দেননি।

এখন শাকিব চান না সিনেমাটি মুক্তি পাক। কিন্তু প্রযোজক লগ্নি ফেরত পেতে বেছে নিলেন ঈদের মওসুমকে। দেখা যাক কী আছে ‘পাংকু জামাই’-এর ভাগ্যে।


মন্তব্য করুন