Select Page

শাকিবের ঈদের শিডিউল নিলেন ‘বসগিরি’ প্রযোজক

শাকিবের ঈদের শিডিউল নিলেন ‘বসগিরি’ প্রযোজক

এর আগে ‘ওয়ানিং’ নামের একটি সিনেমা প্রযোজনা করলেও টপি খান পরবর্তীতে শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘বসগিরি’। এ ছবিতে শবনম বুবলিকে অভিষেক করান নির্মাতা শামীম আহমেদ রনি। এবার সেই প্রযোজক আগামী বছরের ঈদের জন্য বেছে নিলেন শাকিবকে।

খবরটি জানালেন শামীম আহমেদ রনি। ফেসবুকে তিনি বলেন, “বসগিরি’ ছবির প্রযোজক টপি খান ভাই সুপারস্টার শাকিব খানের কাছ থেকে নিয়ে নিলেন আগামী বছরের ঈদের ছবির শিডিউল।”

তবে সিনেমাটির নায়িকা বুবলি নাকি অন্য কেউ জানা যায়নি। পরিচালনায় থাকবেন শামীম আহমেদ রনি।

জানা গেছে, নতুন সিনেমাটির নাম ‘বসগিরি ২’। এ ছবির আরো কয়েকটি সিক্যুয়াল হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে। বেশির ভাগ দৃশ্যায়ন হবে ভারতের রামুজি ফিল্ম সিটিতে।

শাকিবের শুটিং চলতি সিনেমার মধ্যে রয়েছে ‘শাহেনশাহ’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। রনির পরিচালনায় শাকিবের বিপরীতে আছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।

এদিকে সম্প্রতি রাজধানীর একটি হোটেল মিটিং করেছেন শাকিব খান, পরী মনি ও পরিচালক হিমেল আশরাফ। এ নির্মাতা জানান, আগামী ভালোবাসা দিবসে সিক্স প্যাক নিয়ে হাজির হচ্ছেন নায়ক। তবে সিনেমার নাম ও অন্যান্য বিষয়ে জানানো হয়নি।


মন্তব্য করুন