Select Page

শাকিবের ‘নবাব’ লুক কোনটি?

শাকিবের ‘নবাব’ লুক কোনটি?

shakib-khan

কিছুদিন আগে ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের জন্মদিনে হাজির হয়েছিলেন শাকিব খান। বড় চুল ও দাড়িতে তাকে দেখা যায় ভিন্ন অবতারে।

একে নতুন সিনেমা ‘নবাব’র লুক হিসেবে নেন ভক্তরা। এ নিয়ে অনলাইনে তর্ক-বিতর্ক দেখা যায়। শুক্রবার কলকাতা থেকে সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজের শেয়ার করা ছবিতে আগের লুকের চেয়ে খানিকটা আলাদাভাবে দেখা যায় শাকিবকে। তবে ‘নবাব’ লুক কোনটি?

দেশি নির্মাতাদের শাকিব ততটা সুযোগ না দিলেও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ‘শিকারী’তে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। তার কয়েকমাস পর শুভশ্রীর সাথে অভিনয় করতে ‘নবাব’র জন্য চুক্তিবদ্ধ হন। শুটিং শুরু হবে ১৬ নভেম্বর।

shakib-dev-jeet-abdul-aziz

কক্সবাজারে প্রথম ধাপের শুটিং এর জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এ সিনেমার জন্য নিজের চেহারা বদলে বর্তমানে ব্যস্ত আছেন শাকিব। ওজনও কমিয়েছেন ১০ কেজি।

এদিকে শাকিবের পাশাপাশি কলকাতার নায়ক জিৎ ও দেবের সঙ্গে তোলা সেলফিও দেন আজিজ। সেখানে তিন নায়ককেই কাছাকাছি স্টাইলে পাওয়া যায়।


মন্তব্য করুন