Select Page

শাকিবের নায়িকা আঁচল

শাকিবের নায়িকা আঁচল

3.jpg_4543.3এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন ‌আঁচল। চলচ্চিত্রের শিরোনাম ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’।  ছটকু আহমেদের গল্পে এটি নির্মাণ করবেন  সাফি উদ্দিন সাফি

দেশপ্রেম ও থ্রিলার ধর্মী এ চলচ্চিত্রের গল্প অনুযায়ী শাকিবের সঙ্গে নাকি আঁচলই মানানসই। এমনই জানালেন পরিচালক। অন্যদিকে, শাকিব ও আঁচল একে অপরের প্রশংসা করলেন।

শফিকুল ইসলাম রাসেল প্রযোজিত ‘ফাঁদ’ চলচ্চিত্রের অন্য অভিনয় শিল্পীরা হলেন-  কাজী হায়াৎ, অমিত হাসান প্রমুখ।

৮ জুলাই থেকে মালয়েশিয়ায় এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

 

 


মন্তব্য করুন