Select Page

শাকিবের প্রতিদ্বন্দ্বী রুবেল

শাকিবের প্রতিদ্বন্দ্বী রুবেল

13012_e4২৮ মার্চ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের প্রধান আকর্ষণ শাকিব খানরুবেল। এ দুই চিত্রনায়ক সভাপতি পদে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অচিরেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। তবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সমিতির প্রাক্তন সভাপতি আহমেদ শরীফকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে সমিতি সূত্রে জানা গেছে।

তবে শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান আকর্ষণ শাকিব খান ও রুবেল। এ দুই চিত্রনায়ক সভাপতি পদে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। রুবেল এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বছরও শাকিব খান ও মিশা সওদাগরের নেতৃত্বে একটি পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শাকিব-মিশা বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। রুবেল অচিরেই তার পরিষদের তালিকা চূড়ান্ত করবেন। তবে শিল্পী সমিতির সাবেক সভাপতি মিজু আহমেদ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।


মন্তব্য করুন