Select Page

শাকিবের বিপরীতে ফের মাহি

শাকিবের বিপরীতে ফের মাহি

shakib-mahi

বদিউল আলম খোকনের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এটা পুরনো খবর। এবার জানা গেল, সে সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন মাহি

নভেম্বরে ‘আমার প্রতিজ্ঞা’ নামের ওই ছবির শুটিং শুরু হবে। সিনেমাটির গল্প লিখছেন কাশেম আলী দুলাল। তবে এখনো মাহির সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা হয়নি বলে জানান খোকন।

তিনি ঢালিউড২৪-কে বলেন, ‘প্রযোজকের চিন্তায় শাকিবের বিপরীতে মাহি রয়েছে। কিন্তু এখনো মাহির সাথে তেমন কোনো কথাবার্তা হয়নি।’

এদিকে খোকনের পরিচালনায় শিগগিরই ‘হারজিৎ’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি, বিপরীতে রয়েছেন সজল

খোকন-শাকিবের শেষ সিনেমা ‘রাজাবাবু’ মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল আজহায়। অন্যদিকে মাহি-শাকিবের সিনেমা ‘ভালোবাসা আজকাল’ মুক্তি পায় বছর তিনেক আগে।


মন্তব্য করুন