Select Page

শাকিবের বিরল রেকর্ড

শাকিবের বিরল রেকর্ড

shakib

একই নামের অনেক সিনেমা নির্মিত হয়। পাশের দেশ ভারতে হর হামেশায় হচ্ছে। বাংলাদেশে তেমনটা ছিল না। ইদানিং যে চল শুরু হয়েছে। বিশেষ করে জাজ মাল্টিমিডিয়ার সিনেমায়।

তাই বলে, একই নামের দুই সিনেমায় একই অভিনেতা! খানিকটা বিরলই বলা যেতে পারে। আর বাংলাদেশে সে রেকর্ড করলেন শাকিব খান

যৌথ প্রযোজনায় ‘শিকারী’র শুটিং শেষ করে আসলেন কয়েকদিন আগে। অথচ ১৬ বছর আগে মুক্তি পায় শাকিবের একই নামের সিনেমা।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘শিকারী‘ পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। আরো অভিনয় করেন পূর্ণিমা, রুবেল ও ডিপজল।

সম্ভবত পুরনো সিনেমার নাম নতুন করে বাংলাদেশে প্রথম ব্যবহার করেন চাষী নজরুল ইসলাম। কয়েকবছর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘অন্তরঙ্গ’। ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। এর আগে তিনি একই সিনেমার সাদা-কালো ও রঙিন ভার্সন তৈরি করেন। সিনেমাটির নাম ‘দেবদাস’। তবে তার আগে একই সিনেমার সাদা কালো ও রঙিন ভার্সন তৈরি করেন ইবনে মিজান। সিনেমাটির নাম ‘রাখাল বন্ধু’।


মন্তব্য করুন