Select Page

শাকিবের সঙ্গে ‘অহংকার’করবেন বুবলি

শাকিবের সঙ্গে ‘অহংকার’করবেন বুবলি

shakib-bublyশবনম বুবলি আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। নতুন এই সিনেমার নাম ‘অহংকার’। যথারীতি তার নায়ক শাকিব খান।  শুক্রবার রাতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। পরিচালনা করবেন শাহাদাৎ হোসেন লিটন

‘অহংকার’ নিয়ে বুবলি প্রথম আলোকে বলেন, ‘পরিচালকের সঙ্গে আরও আগে থেকেই নতুন ছবিটি নিয়ে কথা হচ্ছিল। যেহেতু কম কাজ করছি, তাই একটু পছন্দ করেই কাজ হাতে নিচ্ছি।’

পরপর শাকিবের বিপরীতে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘শাকিব খানের বিপরীতে কাজ করা প্রথম দুটি ছবিই ভালোভাবে গ্রহণ করেছেন দর্শকেরা। পরিচালক ও প্রযোজকেরা চাইছেন আমরা যেন একসঙ্গে অভিনয় করি।’

এদিকে শাকিব খান বলেন, ‘এই শিল্পীসংকটকালে বুবলীর আগমনটা ভালোভাবেই গ্রহণ করেছেন দর্শকেরা। তাই পরিচালকেরাও আমাদের দুজনকে নিয়ে কাজ করতে চাইছেন।’

২০১৭ সালের ৮ জানুয়ারি ‘অহংকার’-এর শুটিং শুরু হবে।


মন্তব্য করুন