Select Page

শাকিব-অপুর নবম বিবাহবার্ষিকীতে নেই আয়োজন

শাকিব-অপুর নবম বিবাহবার্ষিকীতে নেই আয়োজন

পর্দার জুটি থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বাস্তবে জুটি বাঁধেন শাকিব খানঅপু বিশ্বাস। সে হিসাবে মঙ্গলবার তাদের দাম্পত্যের ৯ বছর পূর্ণ হচ্ছে। সঙ্গে আছে ছয় মাসের পুত্রসন্তান জয়। এই প্রথম প্রকাশ্যে বিবাহবার্ষিকী পালনের সুযোগ থাকলেও তা হচ্ছে না।

‌‘রংবাজ’ ছবির শুটিংয়ে অংশ নিতে সোমবার ঢাকা ছেড়েছেন শাকিব খান। বিবাহবার্ষিকী প্রসঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে এখন আর নতুন করে কিছুই বলার নেই। বিবাহবার্ষিকী পালন করি আর না করি, সেটা মুখ্য নয়। কারণ শুটিংয়ের জন্য আমাকে পাবনায় যেতে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই চাওয়া।

অপু বিশ্বাস বলেন, আজ থেকে শাকিবের নতুন একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু সারপ্রাইজ রাখব ওর জন্য, যা এখন বলব না।

তিনি ইত্তেফাককে আরো জানান, শাকিব ঢাকা ছাড়ার পর আর কথা হয়নি। অপুর ভাষ্যে, সত্যি বলতে, ও ব্যস্ত আছে ভেবে আমি আর ফোন দিইনি। আমার বিশ্বাস, অবসর পেলে সে নিজেই ফোন দেবে। আমাদের খোঁজখবর নেবে। সে রকমও হতে পারত। তবে শুধু আমার ইচ্ছা থাকলে কি হবে? শাকিব শুটিং স্পটে। যদি ক্যামেরার সামনে থাকে তাহলে বিরক্ত হবে। আমি চাই না তার বিরক্তির কারণ হই।

‌‘এবার তো আবরাম আছে। ওকে নিয়ে শাকিবের শুটিং স্পটে যেতে পারেন!’ এ প্রসঙ্গে বলেন, আমি একজন অভিনেত্রী। আমার সম্মান আছে। তা ছাড়া আমি শাকিবের স্ত্রী। কারো স্পটে হুট করে যেতে পারি না। পরিচালক-প্রযোজক দাওয়াত না দিলে কী করে যাই!


মন্তব্য করুন