Select Page

শাকিব-অপুর ‘রাজনীতি’

শাকিব-অপুর ‘রাজনীতি’

apu-bissas

অবশেষে জল্পনা-কল্পনা শেষ হল। ‘রাজনীতি’তে প্রবেশ করলেন অপু বিশ্বাস। এ ‘রাজনীতি’ হচ্ছে বুলবুল বিশ্বাসের অভিষেক সিনেমা। এ নির্মাতা প্রথমে শাকিব খানজায়েদ খানের বিপরীতে পিয়া বিপাশাকে চুক্তিবদ্ধ করেন। এরপর নানা নাটকীয়তায় তার স্থলে অপুর আবির্ভাব।

কয়েক মাস আগে পরিচালক বুলবুল বিশ্বাস ‘রাজনীতি’ নির্মাণের ঘোষণা দেন। আগস্টের শেষ দিকে শোনা যায় পিয়া বিপাশা থাকছেন না এ সিনেমায়। বুলবুল জানান, চুক্তি ভঙ্গ করে অন্য সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ায় এমনটি ঘটেছে। অন্যদিকে পিয়া জানান, নায়কের কুপ্রস্তাবে রাজি না হয়ে তিনিই সিনেমাটি ছেড়েছেন। আবার কেউ কেউ বলছিল অপু বিশ্বাসকে নিতেই এতো নাটক।

এ দিকে সোমবার রাতে বুলবুল বিশ্বাস তার ফেসবুকে অপু বিশ্বাস চুক্তিপত্রে সাইন করছেন এমন একটি ছবি পোস্ট করেন। সেখানে লিখেন, ‘ডাবল বিশ্বাসে ডাবল ধামাকা। এবারে ‘রাজনীতি’তে যুক্ত হলেন অপু বিশ্বাস। ইনশাআল্লাহ শাকিব খান-অপু বিশ্বাস জুটি আবারও তাদের জাদু দেখাবেন ‘রাজনীতি’র ময়দানে।’

মাস কয়েক আগে নেপালে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রটির বিশেষ কিছু অংশের শুটিং করেছেন বুলবুল। এবার কোরবানি ঈদের পরের দিন শাকিব-অপুকে নিয়ে ঢাকাতেই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। এর পর থেকেই টানা শুটিং চলবে।

 

 


মন্তব্য করুন