Select Page

শাকিব-অপুর সঙ্গে পরী মনি

শাকিব-অপুর সঙ্গে পরী মনি

62208_e2

প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করতে চলেছেন অপু বিশ্বাসপরী মনি। ‘আরো ভালবাসবো তোমায়’ নামের ওই চলচ্চিত্রে আরও থাকছেন শাকিব খান। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এস এ হক অলিক

১০ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে মহরতের মাধ্যমে ‘আরো ভালবাসবো তোমায়’ এর শুটিং শুরু করবেন অলিক। এটি তার চতুর্থ চলচ্চিত্র। তবে এই প্রথম শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করছেন তিনি। শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। পরী মনির সঙ্গে করছেন ‘ধূমকেতু’। এটি পরী মনির সঙ্গে শাকিবের দ্বিতীয় ছবি। এ ছাড়া ‘যুবরাজ’ নামে আরেকটি চলচ্চিত্রে তাদের কাজ করার কথা রয়েছে।

‘আরো ভালবাসবো তোমায়’ চলচ্চিত্রে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সোহেল রানাচম্পা


মন্তব্য করুন