Select Page

‘শাকিব খান’র নতুন পরিকল্পনা

‘শাকিব খান’র নতুন পরিকল্পনা

image_1525_366620.gifশোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে একটি নতুন ঘোষণা দেবেন শাকিব খান। অভিনয়ে সফলতার পর এবার  তিনি অন্য কিছু করতে চান। ইতিমধ্যে হট চিকেন নামের খাবারের দোকান দিয়েছেন তিনি।  তবে নতুন এই পরিকল্পনাটি চলচ্চিত্র নিয়েই।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তিনি চলচ্চিত্র নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন।

তিনি বললেন, ‘ছবি প্রযোজনা করব। প্রযোজনার কাজগুলো গোছানোর জন্যও এখন বেছে বেছে কাজ করছি। বছরে ৩-৪টি ছবিতে অভিনয় করবো। আর বাকি সময়টা নিজের প্রতিষ্ঠানের কাজ দেখা শোনা করব।’

কেমন হবে শাকিবের প্রযোজিত ছবিগুলো?

জবাবে তিনি বলেন, ‘নতুন-পুরনো পরিচালকরা আমার ছবি বানাবেন। আমি খুব বেশি দরকার না হলে পর্দায় আসব না। নায়িকা সঙ্কটের বিষয়টি মাথায় আছে। অভিনয়শিল্পী তৈরিরও চেষ্টা করা হবে।’

এদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ঢাকা টু বোম্বে’।

সুত্র: সমকাল


Leave a reply